পাইকগাছায় ইঞ্জিন ভ্যান সহ চোর আটক প্রকাশিত: ১১:১৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০২০ | আপডেট: ১১:১৫:অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০২০ পাইকগাছা থানা পুলিশ ইঞ্জিন চালিত ভ্যান সহ আফজাল হোসেন আরজু (৩৩) নামে এক চোরকে আটক করেছে। আটক আরজু খুলনার হরিণটানা থানার প্রত্যাশা মদিনাবাদ গ্রামের বাবর আলী শেখের ছেলে। ওসি এজাজ শফী জানান, শনিবার বিকাল ৪টার দিকে বাঁকা বাজার মেইন রোডের ওপর থেকে ইঞ্জিন চালিত ভ্যান নিয়ে পালিয়ে যাওয়ার সময় বারুনী ঘোষপাড়া কৃষ্ণ মন্দিরের সামনে থেকে ভ্যান সহ আরজুকে হাতেনাতে আটক করা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। যার নং-১২/৩৬৫, তাং- ১৯/১২/২০২০ ইং। ওসি জানান, আরজু ইঞ্জিন চালিত ভ্যান চুরি সিন্ডিকেটের একজন সক্রীয় সদস্য। তার নামে কেএমপি’র সোনাডাঙ্গা ও ডুমুরিয়া থানায় একাধিক মামলা রয়েছে। সংবাদটি পড়া হয়েছে ২১২ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন পাইকগাছার দুই মিষ্টি ব্যবসায়ীকে জরিমানা শিক্ষা সফরে যেতে না দেয়ায় পাইকগাছায় স্কুল ছাত্রের আত্মহত্যা!