কেশবপুরে প্রশাসনের হস্তক্ষেপে দুটি ইট ভাটা উচ্ছেদ 

প্রকাশিত: ১০:২০ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০২০ | আপডেট: ১০:২০:অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০২০

রবিবার সকালে কেশবপুর উপজেলায় দুটি অবৈধ ইটভাটা উচ্ছেদ করা হয়েছে। এর একটি সাতবাড়িয়া সুপার ব্রিকস এবং অপরটি বেগমপুর রিপন ব্রিকস। পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই অবৈধভাবে ইটভাটা গুলো পরিচালনা করায় পরিবেশ অধিদপ্তর ভ্রাম্যমান আদালত বসিয়ে উচ্ছেদ করে। 

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 

পরিবেশ অধিদপ্তরের যশোর অফিসের কর্মকর্তা রোজিনা আক্তার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ইরুফা সুলতানা ভ্রাম্যমান আদালত বসিয়ে সাতবাড়িয়ার সুপার ব্রিকস ও বেগমপুর রিপন ব্রিকস উচ্ছেদ করেন। অবৈধ দুইটি ইটেরভাটা প্রথমে ফায়ার সার্ভিসের কর্মীরা  নিভিয়ে দেয়। এরপর ড্রেজার দিয়ে ভাটার চিপনিসহ সকল স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় সময় উপস্থিত ছিলেন কেশবপুর থানা পুলিশ। 

 

দীর্ঘ কয়েক বছর ধরে কেশবপুর উপজেলার সাতবাড়িয়ার সুপার ব্রিকস ও বেগমপুর রিপন ব্রিকস অবৈধভারে পরিচালনা করা হচ্ছিল। ফসলী জমির উপর করা ইট ভাটা উচ্ছেদের জন্য এলাকাবাসি বছরের পর বছর আবেদন নিবেদন করে আসছিলেন। হাইকোটে মামলা পর্যন্ত করা হয় অবৈধ ইটভাটা উচ্ছেদ করার জন্য। কেশবপুরের অধিকাংশ ইটভাটা অনুমোদন ছাড়াই পরিচালনা হয়ে আসছে। পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা রোজিনা আক্তার সাংবাদিকদের বলেন, পর্যায়ক্রমে অনুমোদনহীন সকল ইটভাটি উচ্ছেদ করা হবে।


আপনার মতামত লিখুন :

মশিয়ার রহমান। নিজস্ব প্রতিবেদক। কেশবপুর, যশোর