পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত

প্রকাশিত: ১১:১০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০২০ | আপডেট: ১১:১০:পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০২০
মহান বিজয় দিবস উপলক্ষে পাইকগাছা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন।

পাইকগাছায় স্বাস্থ্যবিধি অনুসরণ করেই যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার প্রত্যুষে উপজেলা প্রশাসন, সংসদ সদস্য, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, পৌরসভা, থানা, লোনাপানি কেন্দ্র, পাইকগাছা সরকারি কলেজ, ফসিয়ার রহমান মহিলা কলেজ, সরকারি উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পল্লী বিদ্যুৎ সমিতি, আওয়ামী লীগ, বিএনপি, সিপিবি, জাকের পার্টি, প্রেসক্লাব, মফস্বল সাংবাদিক ফোরাম, আইনজীবী সমিতি, পূজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরল দীঘিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিব্সা সাহিত্য অঙ্গন, ষোলআনা ব্যবসায়ী সমিতি, বনানী সংঘ, অনির্বাণ লাইব্রেরী, শহীদ এমএ গফুর স্মৃতি পাঠাগার, হাঁটার সাথী সংগঠন, রোজ বার্ড কিন্ডার গার্টেন স্কুল, দি রাইজিং সান প্রি-ক্যাডেট স্কুল, শহিদ এমএ গফুর স্মৃতি সংসদ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে স্মৃতিসৌধ এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 

এরপর সকাল ১০টায় জুম এ্যাপের মাধ্যমে মুক্তিযুদ্ধ ভিত্তিক শিশুদের চিত্রাংকন ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা, সকাল সাড়ে ১১ টায় জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে জাতীয় সমৃদ্ধি অর্জন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

এছাড়া দেশ ও জাতির কল্যাণ কামনায় মসজিদ, মন্দির ও গীর্জা সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ দোয়া ও প্রার্থনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে উপজেলা প্রশাসন আয়োজিত মহান বিজয় দিবসের কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আরাফাতুল আলম, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ লতিফুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপু, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীতিশ চন্দ্র গোলদার, ওসি এজাজ শফী, ওসি (তদন্ত) আশরাফুল আলম, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, অধ্যক্ষ রবিউল ইসলাম, প্রাক্তন অধ্যাপক রমেন্দ্রনাথ সরকার, প্রধান শিক্ষক অজিত কুমার সরকার, খালেকুজ্জামান, প্রাক্তন প্রধান শিক্ষক সুরাইয়া বানু ডলি, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীরণ সাধু, আইনজীবী সমিতির সভাপতি ও বিএনপি নেতা এ্যাডঃ জিএম আব্দুস সাত্তার, প্রভাষক ময়নুল ইসলাম, পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি এ্যাডঃ এফএমএ রাজ্জাকসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও সংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

আমিনুল ইসলাম বজলু। নিজস্ব প্রতিবেদক। পাইকগাছা, খুলনা