পাইকগাছায় ৪ জুয়াড়ী আটক প্রকাশিত: ৮:৪৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০২০ | আপডেট: ৮:৪৭:অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০২০ পাইকগাছা থানা পুলিশ ৪ জুয়াড়ীকে আটক করেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ওসি এজাজ শফী জানান, ৯৯৯ নম্বরের মাধ্যমে জানতে পারি রোববার রাত ৮টার দিকে কিছু লোকজন বাসস্টান্ড সংলগ্ন বালিরগাদা নামক স্থানে টিপু স্টোরের সামনে বাসের পিছনে টাকা লেনদেন পূর্বক জুয়া খেলছে। পরে থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে তাস খেলা সরঞ্জাম সহ ৪জনকে আটক করে। আটককৃতরা হলো সাতক্ষীরা জেলার তালা উপজেলার রায়পুর গ্রামের আব্দুর রাজ্জাক গাজীর ছেলে রিপন (১৮), পৌরসভার ৫নং ওয়ার্ড সরল গ্রামের মৃত হরিপদ দাশের ছেলে গৌরঙ্গ দাশ (৪৯), আবুল হাসান সরদারের ছেলে জয়নাল (২৯) ও বাতিখালী গ্রামের মোকাররম গাজীর ছেলে আবু বক্কার সিদ্দিক (৩৭)। এ ঘটনায় পিএসআই অলোক রায় বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা করেছে। যার নং- ১০, তাং- ১৩/১২/২০২০ ইং। সংবাদটি পড়া হয়েছে ২১৪ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন শিক্ষা সফরে যেতে না দেয়ায় পাইকগাছায় স্কুল ছাত্রের আত্মহত্যা! পাইকগাছার ৬ ইট ভাটাকে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা