পাটকেলঘাটায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শেখ আব্দুল হাই’র লিফলেট বিতরণ

প্রকাশিত: ৭:৫৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২০ | আপডেট: ৭:৫৯:অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২০
পাটকেলঘাটায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শেখ আব্দুল হাই’র লিফলেট বিতরণ।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে শনিবার(১২ ডিসেম্বর) বিকাল ৪টা হতে সন্ধ্যা পর্যন্ত পাটকেলঘাটা বাজারের ব্যবসায়ী ও সর্বসাধারনের সাথে শুভেচ্ছা বিনিময় ও লিফলেট বিতরণ করেন তালা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সরুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী শেখ আব্দুল হাই।

 

তিনি বলেন, ইউনিয়নবাসী আমাকে নির্বাচিত করলে ইউনিয়নবাসিকে সাথে নিয়ে সাতক্ষীরার ঐহিত্যবাহী বাণিজ্যিক কেন্দ্র পাটকেলঘাটা বাজারের দীর্ঘদিনের সমস্যা, পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা, রাস্তাঘাট, কালভার্ট, নির্মান করা হবে। এছাড়া ৩নং সরুলিয়া ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসাবে রূপান্তরিত করা ও পাটকেলঘাটা থানাকে উপজেলা বাস্তবায়নের লক্ষ্যে তিনি কাজ করবেন বলে প্রচারণা করেন।

 

তিনি আরো জানান, বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে ১৯৮৯ সালে পাটকেলঘাটা কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি, ১৯৯৫-৯৬ সালে সরুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি, ১৯৯৭-২০০২ সাল পর্যন্ত তালা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, ২০০৩-২০১২ পর্যন্ত সরুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, ২০১২ থেকে ২০১৯ সাল পর্যন্ত তালা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও বর্তমানে তালা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন।

 

বর্তমানে তিনি পাটকেলঘাটা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছেন।


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক। ডেক্স