আশাশুনির প্রতাপনগর হরিষখালী বাধের কাজ পরিদর্শন

প্রকাশিত: ৯:২৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০২০ | আপডেট: ৯:২৪:অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০২০
প্রতাপনগর হরিষখালী ভাঙ্গন কবলিত বাঁধ পরিদর্শন করছেন ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন।

আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের হরিষখালী বেড়ী বাঁধ পরিদর্শন করা হয়েছে। শুক্রবার (১১ ডিসেম্বর) সকালে বাধ পরিদর্শন করা হয়।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

গত ২০ মে ঘূর্নিঝড় আম্পানে তান্ডবে ইউনিয়নের তিনটি পয়েন্টে বাঁধ ভেঙ্গে প্রায় ৯ হাজার পরিবার পানিবন্ধি অবস্থায় মানবেতর জীবন যাপন করছে। দীর্ঘ ৭ মাস অতিক্রান্ত হতে চললেও প্রতাপনগর ইউনিয়নবাসীর ভোগান্তি এখনো কমানো সম্ভব হয়নি। বাঁধ নির্মান কাজ সম্পন্ন করা যায়নি।

 

শুক্রবার সকালে পাউবো’র ভেঙ্গে যাওয়া হরিষখালী বেড়িবাঁধ পরিদর্শন করেন, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ জাকির হোসেন। এসময় বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ তার সাথে ছিলেন।


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক। ডেক্স