গ্রাম আদালতের মাধ্যমে সুদিন ফিরেছে তালার প্রভাত সিংহ’র প্রকাশিত: ৭:৪৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০২০ | আপডেট: ৭:৪৮:অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০২০ গ্রাম আদালতের মাধ্যমে ধারের টাকা পেয়ে জীবনের গতিপথ ফিরিয়ে এনেছে তালার প্রভাত সিংহ। তিনি উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের লাউতাড়া গ্রামের অধীর সিংহ’র ছেলে। প্রভাত সিংহ ২ বছর আগে একই গ্রামের এক ব্যক্তির কাছে ১৮ হাজার টাকা ধার দিয়েছিল। ধার দেয়া যেন তার বড় অন্যায় হয়ে দাড়িয়েছিল। তার ধার দেওয়া টাকাটা অবশেষে গ্রাম আদালতের মাধ্যম দিয়ে ফেরত পেতে হয়েছিল। প্রভাত সিংহ ধারের টাকা ফেরত পাওয়ার জন্য তালা তেঁতুলিয়া ইউনিয়ন গ্রাম আদালতে মামলা করেন, মামলা নং ৪৪৬/১৮। পরবর্তীতে ২০১৮ সালের ২৩ জুন তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার রফিকুল ইসলাম গ্রাম আদালত বসিয়ে প্রভাত সিংহ’র টাকা তার কাছে হস্তান্তর করেন। টাকা পেয়ে প্রভাত সিংহ ব্যবসা শুরু করেন। সেখান থেকে তার জীবনের গতিপথ ভিন্ন ধারায় প্রবাহিত হয়। বর্তমানে তিনি একজন ভাল ব্যবসায়ি। তিনি তার পরিবার নিয়ে স্বাচ্ছন্দে জীবন যাপন করছেন। প্রভাত সিংহ বলেন আমি টাকা ফেরত পেয়ে ব্যবসা শুরু করি। আস্তে আস্তে অল্প পুঁজিতে ব্যবসা করতে করতে আজ আমার একটা ভাল অবস্থান তৈরি হয়েছে। আমি এখন খুব ভালভাবে পরিবার নিয়ে জীবন যাপন করছি। এ বিষয়ে তেঁতুলিয়া ইউনিয়ন গ্রাম আদালত সহকারী শাহিনারা খাতুন জানান ২ বছর আগে আমাদের গ্রাম আদালতের মাধ্যমে তার টাকা ফেরত দেওয়া হয়। সেখান থেকে তিনি ব্যবসা শুরু করে ভাল অবস্থায় গিয়েছেন। প্রভাত সিংহ ছাড়াও আরো অনেক অসহায় দরিদ্র ভূক্তভোগি পরিবারকে গ্রাম আদালতের মাধ্যমে আমরা সহযোগিতা করে আসছি। সংবাদটি পড়া হয়েছে ৩৬৩ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন তালায় ইংরেজি শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কোর্স শুরু তালায় সীমানা পিলারসহ আটক ৩, থানায় মামলা দায়ের