ডুুমুরিয়া উপজেলা ঔষধ ব্যবসায়ী সমিতির উদ্যোগে স্টিকার ও মাস্ক বিতরণ প্রকাশিত: ৬:৪২ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০২০ | আপডেট: ৬:৪২:অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০২০ মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে ডুুমুরিয়া উপজেলা ঔষধ ব্যবসায়ী সমিতির (বিসিডিএস) উদ্যোগে বিভিন্ন বাজারে “নো-মাস্ক নো-সার্ভিস” লেখা স্টিকার ও মাস্ক বিতরণ করা হয়েছে। বুধবার দিনব্যাপী বিসিডিএস-এর সভাপতি গৌর কিশোর রায় ও সাধারণ সম্পাদক এম এম আব্দুল জলিলের নেতৃত্বে স্টিকার ও মাস্ক বিতরণকালে তাদের সাথে ছিলেন কমিটির সহ সভাপতি প্রণব কুমার দাস অক্ষয়, শ্যামল দাস, জুলফিক্কার আলী ভুট্র, আব্দুল জব্বার, বাপিন কুন্ডু, মঞ্জুরুল আহম্মেদ রয়েল, ফারুক হোসেন, চুকনগর ফারিয়ার সভাপতি রায়হান হক। সার্বিক সহযোগীতা করেন এরিষ্টোফার্মা লিমিটেড। সংবাদটি পড়া হয়েছে ৪৮০ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন ডুমুরিয়ায় পিতার বাড়িতে নব-বধুর ঝুলন্ত লাশ উদ্ধার আশ্রয়ন প্রকল্পের ঘর পেয়ে জীবন বদলে গেছে ডুমুরিয়ার ভূমিহীন ৮০৫টি পরিবারের