স্মার্ট জাতীয় পরিচয়পত্র পাচ্ছে পাইকগাছার ১৪ হাজার নতুন ভোটার প্রকাশিত: ৮:৩৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০২০ | আপডেট: ৮:৩৬:অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০২০ স্মার্ট জাতীয় পরিচয়পত্র পাচ্ছে পাইকগাছার নতুন ভোটাররা। ভোটার তালিকা হালনাগাদ/২০১৯ কার্যক্রমে নিবন্ধিত যাদের জন্ম ০১/০১/২০০২ খ্রিঃ বা তার পূর্বে এমন ভোটাররা এই স্মার্ট জাতীয় পরিচয়পত্র পাবেন বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা কামালউদ্দীন আহম্মেদ। ১৩ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত পৌরসভা ও ১০টি ইউনিয়নের প্রায় ১৪ হাজার নতুন ভোটারদের মাঝে এ স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হবে। যার মধ্যে ১৩ ডিসেম্বর পাইকগাছা পৌরসভা, ১৪ ডিসেম্বর হরিঢালী ইউনিয়ন, ১৫ ডিসেম্বর কপিলমুনি, ১৭ ডিসেম্বর লতা, ১৯ ডিসেম্বর দেলুটী, ২০ ডিসেম্বর সোলাদানা, ২১ ডিসেম্বর লস্কর, ২২ ডিসেম্বর গদাইপুর, ২৩ ডিসেম্বর রাড়ুলী, ২৪ ডিসেম্বর চাঁদখালী ও ২৬ ডিসেম্বর গড়ইখালী ইউনিয়ন পরিষদ। নির্ধারিত তারিখে ভোটার নিবন্ধন স্লিপ (ফরম-০৫) অথবা পেপার লেমিনেটিড জাতীয় পরিচয়পত্র সহ ভোটারদের সকল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টার মধ্যে সংশ্লিষ্ট পৌর ভবন এবং ইউনিয়ন পরিষদ মিলনায়তনে উপস্থিত থেকে স্বাস্থ্যবিধি অনুসরণ (মাস্ক পরিধান) করে স্মার্ট জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করতে হবে বলে উপজেলা নির্বাচন অফিস থেকে জানানো হয়েছে। সংবাদটি পড়া হয়েছে ৪৩৮ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন পাইকগাছার দুই মিষ্টি ব্যবসায়ীকে জরিমানা শিক্ষা সফরে যেতে না দেয়ায় পাইকগাছায় স্কুল ছাত্রের আত্মহত্যা!