আশাশুনির প্রতাপনগরে রাস্তার মাটির কাজ উদ্বোধন প্রকাশিত: ৯:০৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০২০ | আপডেট: ৯:০৩:অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০২০ প্রতাপনগরে রাস্তা পুনঃ নির্মানের মাটির কাজ উদ্বোধন করছেন ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন। আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নে ইউএনডিপির উদ্যোগে রাস্তার মাটির কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকালে কুড়িকাহুনিয়ায় এ কাজের শুভ উদ্বোধন করা হয়। জাইকার সহায়তায় সুশীলন কুড়িকাহুনিয়া (দৃষ্টিনন্দন) করিম ঢালীর বাড়ী হতে আমজাদ গাজীর বাড়ী ভায়া গ্রামীণ টাওয়ার পর্যন্ত মাটির রাস্তা পুনঃ নির্মান ও রুইয়ারবিলগামী মাটির রাস্তা সংস্কারের কাজ করার উদ্যোগ নিয়েছে। অতিদরিদ্র মানুষের কর্মসংস্থানের জন্য ৪০০ জন শ্রমিক ২০ দিন এ কাজ করবে। প্রত্যেকে শ্রমিক প্রতিদিন ৩০০ টাকা হারে মজুরী পাবে। কাজের শুভ উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শেখ জাকির হোসেন। এসময় প্রকল্পের ইঞ্জিনিয়ার আরাফাত হোসেন, প্রকল্প সমন্বয়কারী রিয়াজুল ইসলাম, ক্রেডিট প্রোগ্রামার ম্যানেজার হীরেন্দ নাথ তরফদার, মহিলা মেম্বার শাহানারা খাতুন ও লিপিকা পারভীন, গন্যমান্য ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় কর্মসূচীর প্রত্যেক উপকারভোগীকে ১টি করে কোদাল, ১ জোড়া জ্যাম বুট, ২টি ঝুড়ি, মাক্স ও হ্যান্ড স্যানিটাইজার প্রদান করা হয়। সংবাদটি পড়া হয়েছে ৩৯৯ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন বঙ্গোপসাগর আলোর কোল দুবলার চরে সাপের দংশনে মৎস্যজীবী এক যুবকের মৃত্যু আশাশুনিতে স্বামী কর্তৃক স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক