পাটকেলঘাটায় সিআর ওয়ারেন্টের চার আসামী গ্রেপ্তার প্রকাশিত: ৬:০৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২০ | আপডেট: ৬:০৯:অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২০ পাটকেলঘাটায় থানায় আটক কাশিয়াডাঙ্গা গ্রামের মহিত মন্ডল(৩২), বড়বিলা গ্রামের গফ্ফার মোড়ল(৩৫), হৃদয় মোড়ল ওরফে বাচ্চু(৩০)। সাতক্ষীরার পাটকেলঘাটায় সিআর ওয়ারেন্টের চার আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হল, থানার কাশিয়াডাঙ্গা গ্রামের মহিত মন্ডল(৩২), বড়বিলা গ্রামের গফ্ফার মোড়ল(৩৫), হৃদয় মোড়ল ওরফে বাচ্চু(৩০), ফিরোজা বেগম(২৬)। থানা সহকারী উপপরিদর্শক(এএসআই) আবুল কালাম জানায়, রবিবার(৬ ডিসেম্বর) রাতে থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে থানায় নারী শিশু নির্যাতন দমন আইনে সিআর(নং-৪৮৬/২০) মামলায় ওয়ারেন্ট রয়েছে। পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ(ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার(৭ ডিসেম্বর) সকালে গ্রেপ্তারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে। নাম প্রকাশে অনিচ্ছুক বড়বিলা গ্রামের একাধিক বাসিন্দারা জানান, তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ভুক্তভোগীরা কিছুদিন নিয়ে সাতক্ষীরা পুলিশ সুপার ও জেলা প্রশাসকের কাছে প্রতিকার চেয়ে দুটি দরখাস্ত দেন। যা এখনও তদন্তধীন রয়েছে। সংবাদটি পড়া হয়েছে ৬৮০ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন পাটকেলঘাটায় সাপের কামড়ে এক যুবকের মৃত্যু সড়ক দূর্ঘটনায় পাটকেলঘাটার দুই এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু