বাগেরহাট দলিত সম্প্রদায়ের মাঝে পুলিশ সুপারের শীত বস্ত্র বিতরণ

প্রকাশিত: ৭:৪২ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২০ | আপডেট: ৭:৪২:অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২০
বাগেরহাটে দলিত সম্প্রদায়ের দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছেন বাগেরহাট পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়।

বাগেরহাটে দলিত সম্প্রদায়ের দরিদ্রদের মাঝে শীত বস্ত্র (কোম্বল) বিতরণ করা হয়েছে। বাগেরহাট রাম কৃষ্ণ অশ্রমের আয়োজনে এ কম্বল বিতরন করা হয়। রবিবার (০৬ ডিসেম্বর) দুপুরে রামকৃষ্ণ আশ্রম চত্বরে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 

বাগেরহাট রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ গুরু সেবানন্দ মহারাজের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বাগেরহাট হিন্দু, বৈদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শিব প্রসাদ ঘোষ, বাগেরহাট রামকৃষ্ণ আশ্রমের উপদেষ্টা ডা. জ্ঞান রঞ্জন চক্রবর্তী, প্রদীব বসু সন্তু, তুষার কান্তি বসুসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

বাগেরহাট রামকৃষ্ণ আশ্রমের আয়োজনে এবং রোটারী ক্লাব অব মতিঝিলের সহযোগিতায় ধর্মবর্ণ নির্বিশেষে দলিত সম্প্রদায়ের দুই শতাধিক মানুষের মাঝে এই শীত বস্ত্র বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

ম.ম. রবি ডাকুয়া। প্রতিবেদক। বাগেরহাট, খুলনা