তালায় তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত ৬ প্রকাশিত: ৬:১৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০২০ | আপডেট: ৬:১৩:অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০২০ সাতক্ষীরা তালায় মটরসাইকেলের দূর্ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারীসহ ৬ জন আহত হয়েছেন। গত সোমবার বিকালে উপজেলার হাজরাকাটি গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা বর্তমানে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন হয়েছে। এঘটনায় আহত হয়েছেন, উপজেলার খলিলনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামের ইমান আলী (৭০), মনিরুল বিশ্বাস (৩৫), শফিকুল বিশ্বাস (২৫), আরিফুল বিশ্বাস (৩৫), মফিজুল বিশ্বাস (৩৫), রুপালি বিশ্বাস (৩০) । আহত ইমান আলী জানান, তালা সদরের বাইরুহাটি গ্রামের রবিউল সরদার, হাফিজুর সরদার, আকরাম সরদার, ইকরামুল গংরা মটরসাইকেলের দূর্ঘটনাকে কেন্দ্র করে সোমবার বিকালে আমাদের বাড়িতে জোরপূর্বক প্রবেশ করে অতর্কিত হামলা চালিয়ে বাড়িঘর ভাংচুর ও দেশিয় ধারালো অস্ত্র ও লাঠিসোটা দিয়ে আমাদেরকে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা আমাদের উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করেন। এবিষয়ে অভিযুক্তরা যোগাযোগ করার চেষ্টা করা হলে তার ব্যবহত মোবাইল বন্ধ পাওয়া যায়। এ ব্যাপারে তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল জানান, অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সংবাদটি পড়া হয়েছে ২২৫ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন তালায় ইংরেজি শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কোর্স শুরু তালায় সীমানা পিলারসহ আটক ৩, থানায় মামলা দায়ের