কেশবপুরে পাখির বাচ্চা দেয়ার নামে শিশু ধর্ষণের চেষ্টা, যুবক আটক প্রকাশিত: ৬:১৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০২০ | আপডেট: ৬:১৭:অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০২০ যশোরের কেশবপুরে ভোগতি গ্রামে পাখির বাচ্চা দেয়ার নামে এক শিশুকে (৭) ধর্ষণের চেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মাসুম বিল্লাহ (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। থানায় ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা হয়েছে যার নং- ১। বুধবার সকালে ওই শিশুকে জবানবন্দি গ্রহণের জন্য যশোর আদালতে পাঠানো হয়েছে। এলাকাবাসি সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা ১১ টার দিকে ভোগতি গ্রামের রফিকুল ইসলাম সরদারের ছেলে মাসুম বিল্লাহ প্রতিবেশি রেজাউল ইসলামের শিশু কন্যাকে (৭) পাখির বাচ্চা দেয়ার প্রলোভন দেখিয়ে একটি বাগানে নিয়ে ধর্ষণ করার চেষ্টা করে। এ সময় শিশুটি চিৎকার দিয়ে উঠলে প্রতিবেশিরা এগিয়ে এসে শিশুটিকে উদ্ধারসহ যুবক মাসুম বিল্লাহকে ধৃত করে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মাসুম বিল্লাহকে আটক করে। এঘটনায় শিশুর পিতা রেজাউল ইসলাম বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন। কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জসিম উদ্দিন বলেন, এ ঘটনায় থানায় ধর্ষণের চেষ্টার মামলা হয়েছে। বুধবার সকালে আটককৃত মাসুম বিল্লাহকে যশোর আদালতে পাঠানো হয়েছে। একই সাথে শিশুটিকে জবানবন্দি গ্রহণের জন্য আদালতে পাঠানো হয়। সংবাদটি পড়া হয়েছে ৫২৩ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন আজ মধু কবির ১৯৯তম জন্মবার্ষিকী, সাগরদাঁড়িতে সপ্তাহব্যাপী মধুমেলা শুরু কেশবপুরে মৎস্য চাষীরা পেল মাছের পোনা খাদ্যসহ বিভিন্ন উপকরণ