তালায় সদ্য যোগদান করেই কঠোর বার্তা দিলেন এসিল্যান্ড প্রকাশিত: ১১:১১ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০২০ | আপডেট: ১১:১৩:অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০২০ তালা উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ খোরশেদ আলম চৌধুরী। নামজারী বাবদ ১১৫০ (এগারো শত পঞ্চাশ) টাকা জমা দিন। কেহ অতিরিক্ত অর্থ দাবি করলে সুস্পষ্ট মৌখিক, লিখিত অভিযোগ করুন। আপনার দেওয়া সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা গ্রহন করা হবে। সাতক্ষীরা জেলার তালা উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে সদ্য যোগদান করে এমনই বার্তা দিলেন মোঃ খোরশেদ আলম চৌধুরী। বুধবার(২৫ নভেম্বর) সকাল ১০টায় তিনি পাটকেলঘাটাস্ত তালা উপজেলা ভূমি অফিসের দায়িত্ব বুঝে নিয়ে প্রথম কর্মদিবস পালন করেন। এর আগে তার কর্মস্থল হিসেবে যশোর জেলার মণিরামপুর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসাবে ০৪ মাস যাবত দায়িত্ব পালন করেন তিনি। এসিল্যান্ড মোঃ খোরশেদ আলম চৌধুরী কুমিল্লা জেলা দাউদকান্দী উপজেলায় জন্মগ্রহণ করেন। চাকুরী জীবন শুরু থেকে তিনি সৎ ও নিষ্ঠাবান অফিসার হিসাবে সবার কাছে সুপরিচিত। সাতক্ষীরা জেলার তালা উপজেলায় যোগদান করার সাথে সাথে তিনি তার নিজস্ব অফিস রুমে ও অফিসের বাইরে নোটিশ বোর্ডের মাধ্যমে তার কঠোর নির্দেশনার কথা জানিয়ে দেন। সদ্য যোগদান করেই তার এ উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছে তালা উপজেলাবাসী। সংবাদটি পড়া হয়েছে ৬০৬ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন তালায় একইদিনে ৪জনের বাল্যবিবাহের উপর নিষেধাজ্ঞা আরোপ তালায় আন্তর্জাতিক নারী দিবসে ৩ ব্যক্তিকে সম্মাননা