মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করতে কঠোর ভূমিকায় ইউএনও খালিদ হোসেন প্রকাশিত: ৯:২৫ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০২০ | আপডেট: ৯:২৫:অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০২০ মাস্ক ব্যবহারের উপর ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। শীতে করোনার দ্বিতীয় ঢেউ রুখতে মাস্ক ব্যবহারের ওপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর নির্দেশনা বাস্তবায়নে নিরলসভাবে কাজ করছে পাইকগাছা উপজেলা প্রশাসন। যার অংশ হিসেবে জনসচেতনতার পাশাপাশি প্রতিদিন মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রেখেছে স্থানীয় প্রশাসন। ঘরের বাহির হলেই মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করতে কঠোর ভূমিকা পালন করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। কখনো তিনি উপজেলা সদরে আবার কখনো ছুটে যাচ্ছেন প্রত্যন্ত এলাকায়। উপজেলার সকল মানুষকে মাস্ক ব্যবহারের আওতায় আনতে সার্বক্ষনিক তৎপর রয়েছেন মাঠ প্রশাসনের এ কর্মকর্তা। শুক্রবার সকালে তিনি উপজেলা সদর সহ জিরো পয়েন্ট এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় মাস্ক ব্যবহার না করায় কয়েকজনকে অর্থদন্ড প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, পেশকার দীপঙ্কর প্রসাদ মল্লিক, সার্ভেয়ার কাওছার আহম্মেদ ও ইউনিয়ন ভুমি উপ- সহকারী কর্মকর্তা গোলাম রব্বানি। সংবাদটি পড়া হয়েছে ১৯৯ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন শিক্ষা সফরে যেতে না দেয়ায় পাইকগাছায় স্কুল ছাত্রের আত্মহত্যা! পাইকগাছার ৬ ইট ভাটাকে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা