পাইকগাছার গৃহহীন পরিবারের জন্য গৃহনির্মান কাজ পরিদর্শন করলেন ইউএনও প্রকাশিত: ৯:৩১ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০২০ | আপডেট: ৯:৩১:অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০২০ গৃহনির্মান কাজ পরিদর্শন করেন ইউএনও এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। পাইকগাছার ২২০ গৃহহীন পরিবারের জন্য নির্মাণ করা হচ্ছে উন্নতমানের বাড়ি। মুজিব বর্ষে দেশের একজন মানুষও গৃহহীন থাকবে না প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন ঘোষণা দিয়েছেন। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আশ্রয়ন প্রকল্প(ক) শ্রেণীর আওতায় প্রথম দফায় উপজেলার ২২০ টি গৃহহীন পরিবার প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বাড়ি পাচ্ছে। এলক্ষে উপজেলার ১০টি ইউনিয়নে গৃহ নির্মান কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। শুক্রবার সকালে পৌরসভার পার্শবর্তী আলোকদ্বীপ মৌজার গৃহ নির্মান কাজ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। পরিদর্শন কালে তিনি নির্মান কাজের উপকরণের মান সঠিক রয়েছেকিনা তা যাচাই বাচাই করে দেখেন এবং নির্মান কাজ দ্রুত গতিতে এগিয়ে নেওয়ার জন্য সকলকে নির্দেশনা দেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, পেশকার দীপঙ্কর প্রসাদ মল্লিক, সার্ভেয়ার কাওছার আহম্মেদ ও ইউনিয়ন ভুমি উপ- সহকারী কর্মকর্তা গোলাম রব্বানি। সংবাদটি পড়া হয়েছে ২৩৫ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন পাইকগাছার দুই মিষ্টি ব্যবসায়ীকে জরিমানা শিক্ষা সফরে যেতে না দেয়ায় পাইকগাছায় স্কুল ছাত্রের আত্মহত্যা!