সাতক্ষীরায় ফেন্সিডিলসহ ওয়ার্ড আওয়ামীলীগ নেতা আটক প্রকাশিত: ১০:৪৬ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০২০ | আপডেট: ৭:০০:অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০২০ সাতক্ষীরায় ফেন্সিডিলসহ ওয়ার্ড আওয়ামীলীগ নেতা আটক। সাতক্ষীরায় ৬ বোতল ফেন্সিডিলসহ হাসানুর রহমান নামে এক আওয়ামীলীগ নেতাকে আটক করেছে পুলিশ। আটককৃত ঐ ব্যক্তি জেলার পাটকেলঘাটা থানার কুমিরা ইউনিয়নের নোয়াকাটি গ্রামের মৃত শরাফ উদ্দীন সরদারের ছেলে ও কুমিরা ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামীলীগ সাধারন সম্পাদক। পুলিশ জানায় বুধবার(২৫ নভেম্বর) সন্ধ্যায় তাকে শহরের বাইপাস সড়ক থেকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৬ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। সাতক্ষীরা সদর থানা অফিসার ইনচার্জ(ওসি) তার আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার(২৬ নভেম্বর) তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে সেপার্দ করা হয়েছে। সংবাদটি পড়া হয়েছে ২৫৯ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন কলারোয়া সীমান্ত থেকে এলএসডি ও হিরোইনসহ সাবেক এক ইউপি সদস্য আটক পাটকেলঘাটায় সাপের কামড়ে এক যুবকের মৃত্যু