পাইকগাছায় ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত প্রকাশিত: ৭:৫০ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০২০ | আপডেট: ৭:৫০:অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০২০ পাইকগাছায় জাতীয় বিজ্ঞান সপ্তাহ ও বিজ্ঞায় মেলায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করেন উপজেলা চেয়াম্যান আনোয়ার ইকবাল মন্টু ও ইউএনও এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। পাইকগাছায় ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে জুম এ্যাপস এর মাধ্যমে প্রধান অতিথি হিসেবে যুক্ত হন জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা এম মাজহারুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবদীন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাশ, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, প্রাক্তন অধ্যাপক রমেন্দ্রনাথ সরকার। স্বাগত বক্তব্য রাখেন, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ। মেলায় প্রকল্প উপস্থাপন এবং উপস্থিত বক্তৃতায় বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। সংবাদটি পড়া হয়েছে ২৩৪ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন পাইকগাছার দুই মিষ্টি ব্যবসায়ীকে জরিমানা শিক্ষা সফরে যেতে না দেয়ায় পাইকগাছায় স্কুল ছাত্রের আত্মহত্যা!