বাজার-অফিস-মসজিদসহ সর্বত্র মাস্ক ব্যবহার নিশ্চিত করতে হবে, জেলা প্রশাসক বাগেরহাট

প্রকাশিত: ৯:১৭ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২০ | আপডেট: ৯:১৭:অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২০

অফিস-আদালত, হাট-বাজার এমনকী মসজিদসহ সর্বত্র মাস্ক ব্যাবহার করবেন এবং সকলকে মাস্ক ব্যবহার করাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন এমন তাগিদ দিলেন বাগেরহাট জেলা প্রশাসক। মোল্লাহাটে আসন্ন শীতে কোভিড-১৯ এর সম্ভাব্য ২য় পর্যায়ের সংক্রমণ মোকাবেলায় আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ তাগিদ দেন বাগেরহাট জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ ।তিনি তার বক্তব্যে আরও বলেন, মাস্কের ব্যবহার নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে বড়ধরনের শাস্তি/দন্ড দেয়া হবে।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

জনগনের স্বাস্থ্য সুরক্ষায় সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ঠ স্বাস্থ্য বিভাগ, সকল প্রতিষ্ঠানের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনীতিক, ব্যবাসায়ী, ইমাম ও শিক্ষক, ডাক্তার, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের সহযোগিতাও কামনা করেন জেলা প্রশাসক আজ ২৩ নভেম্বর সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল ১১টায় এ সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহিনুল আলম ছানা।

 

উপজেলা নির্বাহী অফিসার মাফ্ফারা তাসনীন এর সভাপতিত্বে এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন-উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ বিপ্লব কান্তি বিশ্বাস, সহকারী কমিশনার (ভূমি) অনিন্দ্য মন্ডল, ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা ও রুবিয়া বেগম, সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান, মোল্লাহাট থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) জগন্নাথ চন্দ্র, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাজ কুমার বিশ্বাস, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ বিনয় কৃষ্ণ মন্ডল, কৃষি কর্মকর্তা মোঃ আবুল হাসান, ইউপি চেয়ারম্যান শেখ রেজাউল কবির, সিকদার উজির আলী, এস কে হায়দার মামুন, মুন্সি তানজিল হোসেন, শেখ রফিকুল ইসলাম, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, সাংবাকি শরীফ মাসুদুল করিম ও শেখ শাহিনুর ইসলাম শাহিন প্রমূখ।

 

এ মতবিনিময় শেষে একই স্থানে ওয়েব পোর্টাল হালনাগাদ, অফিস ব্যবস্থাপনা এবং তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ। উপজেলা পরিষদের আয়োজনে স্থানীয় সরকার বিভাগ ও জাইকা’র সহযোগিতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।সভায় সকল আলোচকরা কোভিড-১৯ এর ভয়াবহতা থেকে বাচতে সকলকে সহযোগীতার আহবান জানান।


আপনার মতামত লিখুন :

ম.ম. রবি ডাকুয়া। প্রতিবেদক। বাগেরহাট, খুলনা