চুকনগরে ”দলিত” এর মিডিয়া কনফারেন্স অনুষ্ঠিত প্রকাশিত: ৭:১০ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২০ | আপডেট: ৭:১০:অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২০ চুকনগরে দলিতের উদ্যোগে মিডিয়া কনফারেন্সে বক্তব্য রাখেন দলিতের হেড অব হেলথ এ্যান্ড লাইভলিহুড নিতাই দাস। চুকনগরে টকনিক্যাল এন্ড প্র্যাকটিক্যাল স্কিলস ফরইয়ুথ ইম্পাওয়ারমেন্ট (টিপস) প্রকল্পের উপর এক মিডিয়া কনফারেন্স করেছে বে-সরকারী সংস্থা ”দলিত”। সোমবার সকাল ১১ টায় চুকনগর দলিত হাসপাতাল মিলনায়তনে ইতালিয়ান দাতা সংস্থা সান জেনো এর অর্থায়নে অনুষ্ঠিত এই মিডিয়া কনফারেন্সে সভাপতিত্ব করেন দলিতের প্রকল্প ব্যবস্থাপক তরিকুল ইসলাম। আলোচনা করেন চুকনগর প্রেসক্লাবের সভাপতি এম রুহুল আমীন, দলিতের হেড অব হেলথ এন্ড লাইভ-লী-হুড নিতাই দাস, দলিত হাসপাতালের ব্যবস্থাপক মিলন দাস, কবি ইব্রাহিম রেজা, সাংবাদিক জুলফিকার রায়হান, জামিল ইকবাল, গোবিন্দ দাস, রিক্তা মন্ডল, বিন্দু দাস, অতনু পাইক, ঝর্ণা দাস, খাদিজা বেগম, শিখা রানী গাইন, অঞ্জলী বর্মন প্রমুখ। মিডিয়া কনফারেন্সে চুকনগর ও তালার বিভিন্ন গণ মাধ্যমে কর্মরত সাংবাদিক এবং দলিতের উপকারভোগীরা উপস্থিত ছিলেন। সংবাদটি পড়া হয়েছে ২১৩ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন চুকনগরের হত্যাকান্ড শুধু নারকীয় নয়, এটি পৈচাশিক হত্যাকান্ড- প্রধান বিচারপতি চুকনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা