বাগেরহাটের মোংলায় বিদেশী বিয়ার ও মদ সহ আটক ১

প্রকাশিত: ৮:৫৭ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০২০ | আপডেট: ৮:৫৭:অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০২০

বাগেরহাটের মোংলা বন্দরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দেশীয় কেরুজ ব্রান্ডের মদ ও বিদেশী বিয়ারসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

র‌্যাব- ৬ এর সহকারী পরিচালক (লিগ্যাল এন্ড মিডিয়া) মাহবুব-উল- আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় মোংলার বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে ডালিম শিকদার (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে দেশীয় কেরু এন্ড কোম্পানীর ৮ বোতল মদ ও ৭ ক্যান বিদেশী বিয়ার জব্দ করা হয়। আটক ডালিম শিকদার পিরোজপুরের মঠবাড়িয়ার সাফা বাজার এলাকার সৈয়দ শিকদারের ছেলে।

 

আটককৃতের বিরুদ্ধে মোংলা থানায় র‌্যাবের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। আটক যুবককে রোববার দিনে থানা থেকে আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

ম.ম. রবি ডাকুয়া। প্রতিবেদক। বাগেরহাট, খুলনা