পাজারো গাড়ী নিয়ে আংটি বিক্রির মাধ্যমে প্রতারণা করায় দুই প্রতারককে জেল-জরিমানা

প্রকাশিত: ১০:০০ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০২০ | আপডেট: ১০:১৯:অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০২০
পাইকগাছায় প্রতারণার মাধ্যমে আংটি বিক্রি করার সময় আটক হামিদ ও নূর মোহাম্মদ।

পাইকগাছায় আংটি বিক্রির মাধ্যমে সাধারণ মানুষের সাথে প্রতারণা করার অপরাধে দুই প্রতারককে আটক করা হয়েছে। আটক দু’জনকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

বৃহস্পতিবার বিকালে উপজেলার সোলাদানা ইউনিয়নের আমুরকাটা বাজারে পাজারো গাড়ি নিয়ে আংটি বিক্রি কালে আব্দুল হামিদ সরদার (৫০) ও শেখ নূর মোহাম্মদ (৬২) নামে দুই প্রতারক উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেনের হাতে ধরা খান।

আটক হামিদ সাতক্ষীরা সদরের মাধবকাটী এলাকার মৃত মতলেব সরদারের ছেলে ও নূর মোহাম্মদ একই জেলার আশাশুনি উপজেলার কুল্লা গ্রামের মৃত শেখ মোহর আলীর ছেলে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও খালিদ হোসেন জানান, হামিদ ও নূর মোহাম্মদ নামের দুই প্রতারক পাজারো গাড়ি নিয়ে এলাকায় বিভিন্ন ভুয়া ধাতব পদার্থের তৈরী আংটি বিক্রি করে আসছে। গ্যাস্ট্রিক, বাত, এলার্জি ও মেয়েদের বিভিন্ন রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য এই আংটি কাজ করে বলে এলাকার সহজ-সরল ও সাধারণ মানুষের সাথে তারা প্রতারণা করে আসছে।

বৃহস্পতিবার বিকালে আমুরকাটা বাজারে আংটি বিক্রি করার সময় তাদেরকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষন আইন এর আওতায় ৪৪ ধারায় তাদের দু’জনকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড ও প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, থানার এএসআই রকিব ও পেশকার দীপংকর প্রসাদ মল্লিক।

 


আপনার মতামত লিখুন :

আমিনুল ইসলাম বজলু। নিজস্ব প্রতিবেদক। পাইকগাছা, খুলনা