পাইকগাছায় মাস্ক ব্যবহার না করায় ৭ জনকে জরিমানা

প্রকাশিত: ৯:০৫ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২০ | আপডেট: ৯:০৫:অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২০
পাইকগাছা পৌর সদরে মাস্ক ব্যবহারের ওপর ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ইউএনও এবিএম খালিদ হোসেন সিদ্দিকী।

পাইকগাছায় মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যাহত রয়েছে।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 

জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের নির্দেশনায় বুধবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী পৌর সদরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

 

এ সময় মাস্ক ব্যবহার না করায় ৭ জনকে জরিমানা করেন এবং সর্বসাধারণকে মাস্ক ব্যবহার করার জন্য কঠোর নির্দেশনা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন, এএসআই নাজির, তরিকুল ইসলাম ও পেশকার দীপংকর প্রসাদ মল্লিক।


আপনার মতামত লিখুন :

আমিনুল ইসলাম বজলু। নিজস্ব প্রতিবেদক। পাইকগাছা, খুলনা