পাইকগাছায় চিংড়িতে অপদ্রব্য পুশ করায় ব্যবসায়ীকে জরিমানা প্রকাশিত: ৯:১৬ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২০ | আপডেট: ৯:১৬:অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২০ পাইকগাছার শামুকপোতা বাজারে চিংড়ি ডিপোতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও এসিল্যান্ড মুহাম্মদ আরাফাতুল আলম ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাশ। পাইকগাছায় চিংড়িতে অপদ্রব্য পুশ করার অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আরাফাতুল আলম ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাশ যৌথ ভাবে উপজেলার লতা ইউনিয়নের শামুকপোতা বাজারে মৎস্য ডিপোতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় চিংড়িতে অপদ্রব্য পুশ করার অপরাধে শামুকপোতা গ্রামের রবেন্দ্রনাথ সরকারের ছেলে চিংড়ি ব্যবসায়ী স্বপন সরকারকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, কপিলমুনি ফাঁড়ি পুলিশের ইনচার্জ সঞ্জয় কুমার দাশ, ক্ষেত্র সহকারী মৃদুল সরদার ও পেশকার প্রতুল জোয়াদ্দার। সংবাদটি পড়া হয়েছে ১৮৫ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন শিক্ষা সফরে যেতে না দেয়ায় পাইকগাছায় স্কুল ছাত্রের আত্মহত্যা! পাইকগাছার ৬ ইট ভাটাকে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা