কেশবপুরের বিএনপি নেতা আবু বকর’র দ্বিতীয় হত্যাবার্ষিকী পালনে বিএনপির বিভিন্ন কর্মসুচি প্রকাশিত: ৬:০০ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২০ | আপডেট: ৬:০০:অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২০ ছবি: আবু বকর আবু । বৃহষ্পতিবার(১৯ অক্টোবর) যশোর জেলা বিএনপির সহসভাপতি ও কেশবপুর উপজেলার মজিদপুর ইউনিয়ন থেকে বার বার নির্বাচিত চেয়ারম্যান আবু বকর আবু হত্যাকান্ডের দুই বছর পার হতে চললো। দ্বিতীয় হত্যা বার্ষিকী পালনের লক্ষ্যে কেশবপুর থানা, পৌর বিএনপি ও তাঁর নিজ ইউনিয়নে বিভিন্ন কর্মসুচি গ্রহণ করেছে। চির কুমার জনপ্রিয় এ নেতা জীবনের শেষ দিন পর্যন্ত মানুষের সেবা করে গেছেন। তাকে আবাল বৃদ্ধরা পর্যন্ত আবু ভাই বলেই চেনে। হত্যাকান্ডের দুই বছর পার হলেও কোন হত্যাকারি চিহ্ণিত না হওয়ায় বিচারের বাণি নীরবে নির্ভৃতে ডুকরে কাঁদছে। দিবসটি পালনের লক্ষ্যে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও পৌর বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস জানান, দিবসটি পালনের লক্ষ্যে এদিন সকালে দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল, কবর জিয়ারত ও সামাজিক দুরত্ব বজায় রেখে স্মরণসভার আয়োজন করা হয়েছে। অপর দিকে জনপ্রিয় নেতার স্মরণে তার নিজ ইউনিয়ন মজিদপুর ইউনিয়নবাসির উদ্যোগে স্থানীয় মাদ্রাসায় কোরান খতম,কবর জিয়ারত, কর্মসুচি গ্রহণ করা হয়েছে বলে মজিদপুর ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন কবীর পলাশ জানিয়েছেন। বিএনপির কেশবপুর থানা শাখার সাবেক সাংগঠণিক সম্পাদক পৌর কাউন্সিলর মশিয়ার রহমান জানান, এ দিন বিকেলে থানা বিএনপি কার্যালয়ে দোয়া মাহফিল ও ২৩ নভেম্বর দলীয় কার্যালয়ে স্মরণ সভা অনুষ্ঠিত হবে। পাশাপাশি শুক্রবার জুম্মার দিনে বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। বিএনপির জনপ্রিয় নেতা আবু বকর আবু জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন নেয়ার জন্য ঢাকায় যান এবং সেখান থেকে নিখোঁজ হওয়ার পর ১৯ নভেম্বর তার মরদেহ বুড়িগঙ্গা নদীতে ভাসমান অবস্থায় কেরানীগঞ্জ থানা পুলিশ উদ্ধার করে। সংবাদটি পড়া হয়েছে ৩৫১ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন কেশবপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ: পিতা-পুত্র সহ নিহত ৩ আজ মধু কবির ১৯৯তম জন্মবার্ষিকী, সাগরদাঁড়িতে সপ্তাহব্যাপী মধুমেলা শুরু