আশাশুনিতে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা প্রকাশিত: ৫:৫০ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২০ | আপডেট: ৫:৫০:অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২০ আশাশুনি উপজেলার বড়দল ও খাজরা ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা। আশাশুনিতে ভ্রাম্যমান আদালতে জরিমানা আদায় করা হয়েছে। বুধবার সকালে আশাশুনি উপজেলার বড়দল ও খাজরা ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা। এ সময় তিনি করোনা ভাইরাস মোকাবেলায় মাস্ক পরিধান ও সামাজিক দুরত্ব নিশ্চিতকরণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে মাস্ক পরিধান না করায় সর্বমোট ০৪ টি মামলায় ৫০০ টাকা জরিমানা আদায় করেন। এছাড়া করোনা ভাইরাস মোকাবেলায় জনসচেতনতা সৃষ্টির জন্য প্রচারণা করা হয়|ভ্রাম্যমাণ আদালত পরিচালনা জনস্বার্থে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি ঘোষণা দেন। সংবাদটি পড়া হয়েছে ১৬১ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন আশাশুনির বুধহাটায় পিকনিকের টাকা উত্তোলন নিয়ে সংঘর্ষ আহত ৩ আশাশুনিতে চিংড়ি ঘের ব্যবসায়ীকে হত্যা করে গাছে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ