চুকনগরে আটলিয়া ইউপির উদ্যোগে সদর ওয়ার্ডে বার্ষিক ওয়ার্ড সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৬:৫৭ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২০ | আপডেট: ৬:৫৭:অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২০
চুকনগরে আটলিয়া ইউপির উদ্যোগে বার্ষিক ওয়ার্ড সভায় সভাপতির বক্তব্য রাখেন ইউপি সদস্য বিএম হাবিবুর রহমান হবি।

চুকনগরে আটলিয়া ইউপির উদ্যোগে ৪নং সদর ওয়ার্ডে বার্ষিক ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টায় গঞ্জের বাজারে ইউপি সদস্য বিএম হাবিবুর রহমান হবির সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান এ্যাডঃ প্রতাপ কুমার রায়।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউপি সচিব রমেশ চন্দ্র সানা ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্য কুলসুম বেগম পারুল। বক্তব্য রাখেন আবু সাঈদ, সরদার আল মামুন, নন্দলাল বিশ্বাস, তুহিন মোল্যা, মোহাম্মদ আলী মোড়ল, লুৎফার রহমান সরদার, কামরুল ইসলাম, মোকছেদ আলী সরদার, কৃষ্ণ বিশ্বাস, সিরাজুল ইসলাম সরদার, মশিয়ার রহমান, আশিকুজ্জামান আশিক প্রমুখ।

 

আঁঠারমাইলের মাগুরাঘোনা ইউনিয়নের ৭নং ওয়ার্ডে বার্ষিক ওয়ার্ড সভা অনুষ্ঠিত

মাগুরাঘোনা ইউনিয়নের ৭নং ওয়ার্ডে বার্ষিক ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে কাঞ্চনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউপি সদস্য মুনছুর আলী শেখের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান শেখ মোঃ আবুল হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউপি সচিব মোঃ আবু হানিফ ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্য ফাতেমা বেগম। বক্তব্য রাখেন হিসাব সহকারী সেলিনা খাতুন, উদোক্তা মতিয়ার রহমান, ইউপি সদস্য মাহাবুর রহমান, ইউপি সদস্য ইব্রাহিম হোসেন, সাংবাদিক ইব্রাহিম রেজা, যুবলীগ নেতা কামরুল ইসলাম, সোহরাব হোসেন, আব্দুল হালিম সরদার, সিরাজুল ইসলাম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

গাজী আব্দুল কুদ্দুস। নিজস্ব প্রতিবেদক। চুকনগর, খুলনা