তালায় গণতন্ত্র দিবস উপলক্ষে জাতীয় পার্টির আলোচনা সভা

প্রকাশিত: ৪:২৫ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২০ | আপডেট: ৪:২৫:অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২০
সাতক্ষীরার তালায় গণতন্ত্র দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার(১০ ই অক্টোবার) সকাল ১০টায় তালা উপজেলা জাতীয় পার্টির কার্য্যালয়ে জাপানেতা বীরমুক্তিযোদ্ধা গাজী আব্দুল জলিল এর সভাপতিত্বে গণতন্ত্র দিবস পালন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 
তালা উপজেলা জাতীয় পার্টির  সাধারন সম্পাদক এস,এম আলাউদ্দীন এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য  রাখেন, তালা উপজেলা জাতীয় পাটির সভাপতি, তালা সদরের সাবেক চেয়ারম্যান সাংবাদিক এস,এম নজরুল ইসলাম।
 
বক্তব্য রাখেন, ইসলামকাটী  ইউনিয়ন জাতীয় পার্টি সভাপতি শেখ আবুল কাশেম, খেশরা ইউনিয়ন সভাপতি শেখ সিদ্দিকুর রহমান,সাধারন সম্পাদক শেখ আজিজুর রহমান, সিনিয়র সহ- সভাপতি মোঃ আকরাম হোসেন, জালালপুর ইউনিয়ন সভাপতি মোঃ হাসেম আলী গাজী, মাগুরা ইউনিয়ন সভাপতি শেখ আব্দুল কাদের, সাধারন সম্পাদক মোঃ আব্দুল মজিদ গোলদার, তেতুঁলিয়া ইউনিয়নের সিনিয়র সহ- সভাপতি সেতু পরিচালক এম,এম আবুল হোসেন,ডাঃ এনামুল ইসলাম বিপ্লব, খলিশখালী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোঃ নুরোল ইসলাম মোল্যা,  সাধারন সম্পাদক মোঃ আসাদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মোঃ আরশাফুল ইসলাম,ডাঃ মনিরুজ্জামান, ধানদিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোঃ মানিক হোসেন, তালা ইউনিয়ন সহ- সভাপতি মোঃ আনছার আলী সরদার, জাপা নেতা মোঃ আব্দুল লতিফ শেখ,যুবসংহতি তালা ইউনিয়নের সাধারণ সম্পাদক মো: লিটন হুসাইন, যুবসংহতি নেতা মোঃ নেয়ামত আলী মোড়ল, তালা উপজেলা জাতীয় ছাত্র সমাজের সাংগঠনিক সম্পাদক এস,এম হাসান আলী বাচ্চু, ছাত্রসমাজ নেতা মোঃ একরামুল ইসলাম, মোঃ তানভিন হোসেন,জাকারিয়া সবুজ, মোঃ স্বাক্ষর খাঁন,জাতীয় তরুন পার্টির নেতা মোঃ রুবেল মোল্যা প্রমুখ । 
 
সভায় পল্লীবন্ধুর প্রানের সংগঠন জাতীয় পার্টিকে গতিশীল করা, আগত ইউপি নির্বাচনে প্রতিটি ইউনিয়নে  দলীয় চেয়ারম্যান মেম্বর প্রার্থী নির্ধারন, দলীয় প্রার্থীর বিরুদ্ধে জাতীয় পার্টি বা সহযোগি সংগঠনের নেতাকর্মীরা যদি কেউ অবস্থান নেন তাহলে  দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তার বা তাদের বিরুদ্ধে গঠনতন্ত অনুযায়ী ব্যাবস্থা গ্রহনের সিধান্ত হয়।  সুশাসন ও উন্নয়ন ফিরে পেতে জাতীয় পার্টিকে ক্ষমতায়নের বিকল্প নেই ।
 
সুশাসন ও উন্নয়ন ফিরে পেতে জী এম কাদের সাহেব এর নেতৃত্ব আগামী নির্বাচনে জাতীয় পার্টিকে রাষ্ট্র ক্ষমতায় আনতে এবং জাতীয পাটির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সফল  তথ্য ও সাংষ্কৃতি প্রতিমন্ত্রী দুনীর্তিমুক্ত গ্রহণযোগ্য সাদা মনের মানুষ সৈয়দ দিদার বখত্ কে সংসদ সদস্য নির্বাচিত করতে ঐক্যবদ্ধ ভাবে জাতীয় পার্টির সকল ইউনিয়নে সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রাখার সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহন করা হয়।

আপনার মতামত লিখুন :

এম.এ মান্নান। নিজস্ব প্রতিবেদক। তালা, সাতক্ষীরা