জেলায় মাস্ক ব্যবহার নিশ্চিত করতে ভ্রাম্যমান আদালত কার্যক্রম অব্যহত প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২০ | আপডেট: ৫:২৮:অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২০ করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ প্রতিরোধে সাতক্ষীরায় জেলা প্রশাসনের পক্ষ থেকে সামাজিক সচেতনা সৃষ্টি এবং মাস্ক ব্যবহার না করায় ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের হাসপাতাল সড়ক থেকে বিভিন্ন স্থানে এই অভিযান চলে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ইন্দ্রজিত সাহার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালতে প্রথম দিন ১২জন কে প্রায় ৩ হাজার টাকা জরিমানা করা হয় এবং অসংখ্য মানুষকে মাস্ক প্রদান করা হয়। জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল জানান, করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক সচেতনার কোন বিকল্প নাই। সেই সচেতনতা সৃষ্টি না হলে আদালতের মাধ্যমে জরিমানা এবং জরিমানার অর্থ প্রদানে ব্যর্থ হলে ৪ঘন্টা করে কাজ করিয়ে নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এসজি/ডেক্স সংবাদটি পড়া হয়েছে ২১১ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন সাতক্ষীরায় গ্রাম আদালত সম্পর্কিত অবহিতকরণ সভা অনুষ্ঠিত নকশা অনুযায়ী প্রাণসায়র খাল পুনঃখননসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন