আশাশুনিতে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের ফরম বিতরণ প্রকাশিত: ৭:২৫ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২০ | আপডেট: ৭:২৫:অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২০ আশাশুনিতে গ্রাম আদালতের কার্যক্রম সক্রিয়করণ প্রকল্পের ফরম বিতরণ করেন আশাশুনি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবিএম মোস্তাকিম। রবিবার দুপুরে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ে এ ফরম বিতরণ করা হয়। গ্রাম আদালতের দ্বিতীয় পর্যায়ে প্রকল্পের মাধ্যমে দেশের তৃণমূলের সাধারণ মানুষের আইনি সহায়তা সেবা দেয়ার লক্ষ্যে উপজেলার এগার টি ইউনিয়নে বারো রকমের বিভিন্ন ধরনের ফরম বিতরণ করা হয়। বিতরণকালে উপজেলা চেয়ারম্যান মোস্তাকিম বলেন, গ্রাম আদালত গঠন প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি যুগান্তকারী পদক্ষেপ।দেশের সাধারণ মানুষ যাহাতে সহজেই আইনি সহায়তা পায় তার জন্য এই গ্রাম আদালত গঠন করা হয়েছে। সময় উপস্থিত ছিলেন গ্রাম আদালত জেলা সমন্বয়কারী কর্মকর্তা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, উপজেলার এগার টি ইউনিয়নের কর্মকর্তাবৃন্দ। সংবাদটি পড়া হয়েছে ২২৯ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন বঙ্গোপসাগর আলোর কোল দুবলার চরে সাপের দংশনে মৎস্যজীবী এক যুবকের মৃত্যু আশাশুনিতে স্বামী কর্তৃক স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক