আশাশুনিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত প্রকাশিত: ৭:৪১ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২০ | আপডেট: ৭:৪১:অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২০ সারাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচার, নির্যাতন ও অগ্নি সংযোগের বিরুদ্ধে আশাশুনিতে মানববন্ধনের একাংশ। সারাদেশে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচার, নির্যাতন ও অগ্নি সংযোগের বিরুদ্ধে আশাশুনিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় সামনের সড়কে আশাশুনি হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক সুবোধ চক্রবর্তীর সভাপতিত্বে ও পূজা উদযাপন পরিষদের সেক্রেটারী রনজিত কুমার বৈদ্যের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, উপজেলা পুজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক হিরুলাল বিশ^াস, পূজা উদযাপন পরিষদ নেতা বুদ্ধদেব সরকার, শিক্ষক সমীরন বিশ্বাস, কালিপদ রায়, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের কুল্যা সভাপতি শিক্ষক পরিমল দাস, খাজরা সভাপতি মনিন্দ্র নাথ মন্ডল, প্রভাষক শিবুপদ সরকার, সদর কালিমন্দিরের সভাপতি দীপন কুমার মন্ডল, সেক্রেটারী বরুন চন্দ্র মন্ডল, যুব ঐক্য পরিষদের আহবায়ক আশিষ কুমার মন্ডল প্রমুখ। মানববন্ধনে বক্তারা সংখ্যালঘু সুরক্ষা আইন বাস্তবায়নের দাবী জানান। সংবাদটি পড়া হয়েছে ২১৩ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন বঙ্গোপসাগর আলোর কোল দুবলার চরে সাপের দংশনে মৎস্যজীবী এক যুবকের মৃত্যু আশাশুনিতে স্বামী কর্তৃক স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক