মহানবী(সাঃ) নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে চুকনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

প্রকাশিত: ৭:০৯ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২০ | আপডেট: ৭:০৯:অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২০

প্রাণের নবী হযরত মোহাম্মদ (সাঃ) কে নিয়ে ফ্রান্সের রাষ্ট্রীয় মদদে ব্যঙ্গ চিত্র প্রকাশের প্রতিবাদে ঈমান পরিষদ আটলিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 

শুক্রবার বিকাল ৩টায় চুকনগর বাসষ্টান্ড চত্ত্বরে চাকুন্দিয়া জামেয়া ইমদাদুল উলুম মাদ্রাসা মোহতামিম মাওঃ লোকমান হাকিমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা ঈমান পরিষদের সভাপতি মাওঃ আব্দুর রহমান।

বিশেষ বক্তাব বক্তব্য রাখেন উপজেলা ঈমান পরিষদের সহ-সভাপতি মুফতী আব্দুল কাইয়ুম জমাদ্দার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চুকনগর কলেজের সাবেক অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম ও ইউপি চেয়ারম্যান এ্যাডঃ প্রতাপ রায়। আটলিয়া ইউনিয়ন ঈমান পরিষদের সাধারণ সম্পাদক মাওঃ আবু সাঈদ মাহমুদের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মাওঃ ই্উসুফ আজাদী, মাওঃ আসাদুজ্জামান, মাওঃ আবু সালেহ, মাওঃ মনিরুল ইসলাম, সাংবাদিক রুহুল আমীন, সরদার ওহিদুল ইসলাম, সরদার শরিফুল ইসলাম, সরদার দৌলত হোসেন, শেখ হেলাল উদ্দীন, বিএম হাবিবুর রহমান হবি, শেখ শহিদুল ইসলাম, হাফেজ মঈন উদ্দীন, সাংবাদিক বিলায়েত হোসেন, মাওঃ মোস্তফা কামাল হাবিব, মাওঃ বাহারুল ইসলাম, অধ্যক্ষ এম এম রুহুল আমীন, মুফতি আব্দুস সালাম, প্রভাষক গোবিন্দ ঘোষ, জাকির হোসেন মিল্টন, ইকবল হোসেন সালাম প্রমুখ।

 

প্রতিবাদ সমাবেশ শেষে এক বিশাল বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।


আপনার মতামত লিখুন :

গাজী আব্দুল কুদ্দুস। নিজস্ব প্রতিবেদক। চুকনগর, খুলনা