তালায় ধর্ষণের প্রতিবাদে পল্লী সমাজের মানববন্ধন

প্রকাশিত: ৫:৫৮ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২০ | আপডেট: ৫:৫৮:অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২০

দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও যৌন নিপীড়নের প্রতিবাদে তালায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ নভেম্বর) তালা উপজেলার শাহাপুর ব্র্যাক অফিসের সামনে ভায়ড়া, শাহাপুর, খানপুর ও আলাদীপুর পল্লী সমাজের আয়োজনে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 

এ সময় ব্র্যাকের এরিয়া ম্যানেজার শহিদুল ইসলাম, বর্গাচাষী ম্যানেজার রেজাউল ইসলাম, সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর পিওসিইপি মোরশেদা রহমান, ভায়ড়া পল্লী সমাজের সভা মমতাজ বেগম, শাহাপুর পল্লী সমাজের সভা প্রধান নিলুফা বেগম, খানপুর পল্লী সমাজের সভা প্রধান শিখা রানী দাস, আলাদীপুর পল্লী সমাজের সভা প্রধান হোসেনেয়ারা বেগমসহ শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন। মানববন্ধনে ধর্ষণ ও যৌন নিপীড়নে জড়িতদের দ্রুত গ্রেফতার পূর্বক কঠোর শাস্তির দাবি জানানো হয়।


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক। তালা, সাতক্ষীরা