আশাশুনিতে শ্রীউলা ইউপি চেয়ারম্যানের মতবিনিময় সভা প্রকাশিত: ৯:৩৭ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২০ | আপডেট: ৯:৩৭:অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২০ আশাশুনিতে শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডেও জনসাধারনের সাথে মতবিনিময় সভা করেছেন। বৃহস্পতিবার বিকালে নাছিমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময়কালে ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল বলেন, বিগত দিনে আপনাদের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়ে সর্বদা আপনাদর কল্যাণে নিয়োজিত থেকে কাজ করে এসেছি। সরকারি যাবতীয় সুযোগ-সুবিধা দুর্নীতিকে প্রশ্রয় না দিয়ে প্রকৃত সুফলভোগীদের মাঝে বিতরণ করেছি। মাদক, সন্ত্রাস, দুর্নীতি, অনিয়ম ও চাঁদাবাজদের বিরুদ্ধে শক্ত অবস্থানে থেকে প্রতিহত করার চেষ্টা করেছি। এসময় তিনি শ্রীউলা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন। এসময় ইউপি সদস্য ইয়াছিন আলি, ইউনিয়ন আওয়ামীলীগ সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, আওয়ামীলীগ নেতা আবু সাঈদ সরদার, সাবেক ইউপি সদস্য স্বপন মন্ডল, আওয়ামীলীগ রেজাউল সরদার, নাছিমাবাদ ফকির বাড়ি জামে মসজিদের ইমাম মাওলানা সামছুর রহমান, অজেদ ফকিরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংবাদটি পড়া হয়েছে ৩১৬ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন বঙ্গোপসাগর আলোর কোল দুবলার চরে সাপের দংশনে মৎস্যজীবী এক যুবকের মৃত্যু আশাশুনিতে স্বামী কর্তৃক স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক