চুকনগরে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের করুন মৃত্যু প্রকাশিত: ৮:২২ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০২০ | আপডেট: ৮:২২:অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০২০ চুকনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক যুবকের করুন মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার মুড়াবুনিয়া গ্রামে। প্রত্যক্ষদর্শী জানায়, মুুড়াবুনিয়া গ্রামের জনৈক সুবোল সানা বাড়ীর পাশে ধান ক্ষেতে ইঁদুর মারার জন্য বিদ্যুৎ সংযোগ দেয়। ঘটনার রাতে একই গ্রামের কার্ত্তিক মন্ডলের পুত্র গোপাল মন্ডল (৩৮) পার্শ্ববর্তী গোলাপদাহ বাজার বাড়ী ফেরার পথে পা পিছলে সেই ধান ক্ষেতে পড়ে যায়। এ সময় ইঁদুর মারার জন্য ধান ক্ষেতে দেয়া বিদ্যুৎ সংযোগে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বিদ্যুৎ স্পৃষ্টে মৃত্যু সংবাদটি পড়া হয়েছে ৪১৪ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন চুকনগরের হত্যাকান্ড শুধু নারকীয় নয়, এটি পৈচাশিক হত্যাকান্ড- প্রধান বিচারপতি চুকনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা