কেশবপুরে পুলিশি অভিযানে গ্রেফতার ৯ প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০২০ | আপডেট: ৪:৩১:অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০২০ যশোরের কেশবপুর থানা পুলিশ সোমবার রাতে অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত ৯ জন আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মঙ্গলবার যশোর আদালতে প্রেরণ করা হয়। কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জসীম উদ্দিন বলেন, সোমবার রাতে পুলিশ ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা কালে উপজেলার মঙ্গলকোট গ্রামের মৃত ভেনু মোল্লার ছেলে আব্দুল বারেক মোল্লা, মাদারডাঙ্গা গ্রামের মৃত মাদার মহলদারের ছেলে বাবর আলী মহলদার, আগরহাটি গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে সিরাজুল ইসলাম, কেদারপুর গ্রামের মৃত জোনাব আলী সরদারের ছেলে হানেফ সরদার, মির্জাপুর গ্রামের আজব আলীর ছেলে জিয়াউর রহমান, কাবিলপুর গ্রামের আজিম উদ্দিনের স্ত্রী মেহেরুন নেছা, মৃত ধোনাইয়ের ছেলে আজিম উদ্দিন, কোমরপুর গ্রামের শামসুর মুন্সির ছেলে এরশাদ আলী ও মির্জানগর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে আশরাফ উদ্দীনকে নিজ নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আদালত কর্তৃক বিভিন্ন মামলায় ওয়ারেন্ট রয়েছে। মঙ্গলবার গ্রেফতারকৃতদের যশোর আদালতে পাঠানো হয়েছে। কেশবপুর থানা পুলিশ সংবাদটি পড়া হয়েছে ৪৭৯ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন আজ মধু কবির ১৯৯তম জন্মবার্ষিকী, সাগরদাঁড়িতে সপ্তাহব্যাপী মধুমেলা শুরু কেশবপুরে মৎস্য চাষীরা পেল মাছের পোনা খাদ্যসহ বিভিন্ন উপকরণ