পাইকগাছা উপজেলা ইমাম পরিষদের বিক্ষোভ সমাবেশ প্রকাশিত: ৭:১৩ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২০ | আপডেট: ৭:১৩:অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২০ ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ(সঃ) কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন ও কটাক্ষ করার প্রতিবাদে পাইকগাছা উপজেলা ইমাম পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে বিক্ষোভ মিছিল শেষে পৌরসভা মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়। কমলাপুর মাদ্রাসার প্রিন্সিপাল আলহাজ্ব মাওলানা আকবার হোসাইন এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, ইউপি চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমান, ইমাম পরিষদের সহ-সভাপতি মাওলানা রইসুল ইসলাম, সাধারণ সম্পাদক হাফেজ শামছুদ্দিন আহম্মেদ, মাওলানা হারুন, আব্দুল কাদির, কবিরুল ইসলাম, মাওলানা আব্দুল আজিজ ও মুফতি বেলাল হুসাইন। অনুরুপ ভাবে উপজেলার কপিলমুনির কাশিমনগরে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে রাষ্ট্রীয় মদদে অপমানমুলক ব্যাঙ্গ চিত্রের পক্ষ নেওয়ায় ফ্রান্সের প্রেসিডেন্ট ও ফ্রান্স পন্য বয়কটের দাবিতে বিশাল এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়েছে। আছরবাদ কাশিমনগর বাজার মসজিদ থেকে স্থানীয় তৌহিদী জনতার বিক্ষোভ মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় তিন রাস্তা মোড়ে এক পথ সভায় মিলিত হয়। বাজার জামে মসজিদের খতিব মাওঃ শেখ আবুল কাশেম সিদ্দিকীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, কে আর আর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মাওঃ আশরাফ হোসেন, মাওঃ জি,এম আবু মুছা, সাবেক ইউপি সদস্য হাসানুর রহমান মোড়ল, কপিলমুনি যুবলীগের সাবেক সভাপতি শেখ কবির হোসেন, প্রমূখ। এসময় বক্তারা ধর্মনিরপেক্ষতার কথা বলে ইসলামের বিরুদ্ধে বক্তব্য দেয়ায় ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রঁর ক্ষুব্ধ সমালোচনা ও তার ফাঁসির দাবি জানিয়ে সে দেশের উৎপাদিত পণ্য বয়কটের আহ্বান জানান। এর আগে বিক্ষোভ মিছিল ও সমাবেশে যোগ দিতে বিভিন্ন এলাকা থেকে শত শত মুসল্লী মিছিল সহকারে কাশিমনগর বাজার মসজিদের সামনে সমবেত হন। সংবাদটি পড়া হয়েছে ২১০ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন পাইকগাছার দুই মিষ্টি ব্যবসায়ীকে জরিমানা শিক্ষা সফরে যেতে না দেয়ায় পাইকগাছায় স্কুল ছাত্রের আত্মহত্যা!