পাইকগাছায় নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধ প্লাটফর্ম কমিটির শেয়ারিং মিটিং প্রকাশিত: ১২:১১ পূর্বাহ্ণ, অক্টোবর ২৯, ২০২০ | আপডেট: ১২:১১:পূর্বাহ্ণ, অক্টোবর ২৯, ২০২০ পাইকগাছা উপজেলা নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধ প্লাটফর্ম কমিটির শেয়ারিং মিটিং এ বক্তব্য রাখছেন কমিটির সভাপতি ও ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান লিপিকা ঢালী। পাইকগাছা উপজেলা নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধ প্লাটফর্ম কমিটির শেয়ারিং মিটিং অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংস্থা রুপান্তরের সহযোগিতায় বুধবার সকালে প্রেসক্লাব মিলনায়তনে এ মিটিং অনুষ্ঠিত হয়। প্লাটফর্ম এর সভাপতি ও ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান লিপিকা ঢালির সভাপতিত্বে ও রুপান্তরের জেলা প্রকল্প কর্মকর্তা আব্দুল হালিম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন প্লাটফর্ম এর সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, প্যানেল মেয়র আসমা আহম্মেদ, সাধারণ সম্পাদক এডঃ শফিকুল ইসলাম কচি, পাইকগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দিন আহম্মেদ, আনসার ও ভিডিপি প্রশিক্ষক আলতাফ হোসেন মূকুল, এমএম আজিজুল হাকিম, মোঃ আব্দুল গফফার মোড়ল, ইউপি সদস্য সুষমা রাণী মন্ডল, মনিরা বেগম, নাজমুন নাহার ইতি, ফরিদা পারভিন, রেশমা সুলতানা, লিটন গাজী, কৃষ্ণা চক্রবর্তী, রাজু আহম্মেদ, মনা রাণী সানা, বাশিরণ নাজিরা, রেহানা পারভিন, নাজমা খাতুন, তানিয়া সুলতানা ও রুপান্তরের মোস্তাক হোসেন। সভায় নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত তিন মাস ব্যাপি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। সংবাদটি পড়া হয়েছে ১৭৪ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন প্রতিকূল আবহাওয়ায়ও পাইকগাছায় কাঁঠালের উৎপাদন ভাল পাইকগাছা গাঁজা গাছ সহ আটক- ১