আশাশুনি ইউপি চেয়ারম্যানের মুক্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত প্রকাশিত: ৮:২৪ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০২০ | আপডেট: ৮:২৪:অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০২০ সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এস এম শাহ নেওয়াজ ডালিমের নি:স্বার্থ মুক্তির দাবীতে মানববন্ধন কর্মসুচি পালন করেছে এলাকাবাসি। সোমবার সকালে খাজরা ইউনিয়র পরিষদের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা দীনেশ মন্ডল এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন খাজরা ইউপি’র প্যানেল চেয়ারম্যান জালাল উদ্দিন মোড়ল,ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিলন কান্তি মন্ডল, খাজরা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি প্রদীপ চক্রবর্তী, যুবলীগ নেতা সাইফুল ইসলাম কাজল, রিপিয়ান হোসেন, আনারুল ইসলাম, শ্যামপদ প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, অভিলম্বে চেয়ারম্যান ডালিমকে নি:শর্ত মুক্তি ও জনগনের চেয়ারম্যানকে জনগনের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য প্রশাসনের কাছে আহবান জানান। এসময় হাজার হাজার নারী পুরুষ মিথ্যা ও হয়রানি মুলক মামলা প্রত্যাহারসহ তাকে নিঃশর্ত মুক্তির দাবি জানান। এসজি/ডেক্স সংবাদটি পড়া হয়েছে ২১৩ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন বঙ্গোপসাগর আলোর কোল দুবলার চরে সাপের দংশনে মৎস্যজীবী এক যুবকের মৃত্যু আশাশুনিতে স্বামী কর্তৃক স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক