আশাশুনিতে শিশু অনুসন্ধান কার্যক্রম পরিদর্শন করলেন সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়াত প্রকাশিত: ৭:৩৯ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০২০ | আপডেট: ৭:৩৯:অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০২০ আশাশুনিতে শিশু অনুসন্ধান কার্যক্রম পরিদর্শন করছেন সিভিল সার্জন ডা: হুসাইন শাফায়াত। আশাশুনিতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন’ থেকে বাদ পড়া শিশু অনুসন্ধান কার্যক্রম (সার্চিং) পরিদর্শন করেছেন সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়াত স্যার। মঙ্গলবার বেলা ১২টায় উপজেলার শ্রীউলায় বাড়ি বাড়ি গিয়ে তিনি কোমলমতি শিশুদের স্বাস্থ্যের খোঁজ খবর নেয়া সহ ভিটামিন-এ ক্যাপসুল খাওয়া থেকে বাদ পড়েছে কিনা পর্যবেক্ষণ করেন। এসময় তিনি অভিভাবকদের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মূল্যবান পুষ্টি বার্তা প্রচার করেন এবং শ্রীউলার স্বাস্থ্য সেবা কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন। পরিদর্শনকালে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকার, জেলা স্বাস্থ্য তত্বাবধায়ক জগদীশ হালদার, স্বাস্থ্য ও পুষ্টি পরিদর্শিকা শীলা রায়, স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) মাহবুবুর রহমান সহ স্বাস্থ্য ও স্বেচ্ছাসেবী কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন । সংবাদটি পড়া হয়েছে ২০৪ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন বঙ্গোপসাগর আলোর কোল দুবলার চরে সাপের দংশনে মৎস্যজীবী এক যুবকের মৃত্যু আশাশুনিতে স্বামী কর্তৃক স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক