পাটকেলঘাটায় অপহরন মামলায় গ্রেফতার- ১ প্রকাশিত: ১২:২৭ পূর্বাহ্ণ, অক্টোবর ১৬, ২০২০ | আপডেট: ১২:৩১:পূর্বাহ্ণ, অক্টোবর ১৬, ২০২০ সাতক্ষীরার পাটকেলঘাটায় অপহরন মামলার ১ আসামীকে গ্রেফতার ও ভিক্টিমকে উদ্ধার করেছে পুলিশ। থানার সহকারী উপরিদর্শক(এ. এস. আই) নারায়ন চন্দ্র মন্ডল জানান, বুধবার রাতে এস.আই কৃষ্ণ পদ সমাদ্দার সঙ্গীয় ফোর্সের সহযোগীতায় অভিযান চালিয়ে চাঁদপুর জেলা থেকে তাকে গ্রেফতার এবং আসামীর জবানবন্দির ভিত্তিতে গাজীপুুর জেলা থেকে ভিক্টিমকে উদ্ধার করেন। গ্রেফতারকৃত ঐ আসামী চাঁদপুর জেলার মতলব থানার বালুচর এলাকার গিয়াস উদ্দীনের ছেলে সৈকত(২০)। তিনি আরও জানান, গত ১৩ অক্টোবর থানার কুমিরার ইউনিয়নের রাঢ়ীপাড়া গ্রামের আয়ুব আলী বাদী হয়ে একটি অপহরন মামলা(নং-৪, তারিখ: ২৩-১০-২০) দায়ের করেন। পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ(ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ ঘটনাটি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার(১৫অক্টোবর) গ্রেফতারকৃত আসামীকে জেল হাজতে পাঠানো হয়েছে। কেকে/ডেক্স সংবাদটি পড়া হয়েছে ৫০৭ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন পাটকেলঘাটায় দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত, আহত দুই পাটকেলঘাটায় রমজানের পবিত্রতা রক্ষায় র্যালী