আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে আটক-১০ প্রকাশিত: ১২:০১ পূর্বাহ্ণ, অক্টোবর ১৬, ২০২০ | আপডেট: ১২:০১:পূর্বাহ্ণ, অক্টোবর ১৬, ২০২০ আশাশুনি থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে গ্রেফতারি পরোয়ানা ও নিয়মিত মামলার ১০ আসামীকে আটক করা হয়েছে। আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম কবির এর নেতৃত্বে বুধবার এসআই গাজী নূর নবী, এএসআই কবির হোসেন, এএসআই দেবাশিষ মন্ডল, এএসআই সাইফুল ইসলাম, এএসআই নাজিম উদ্দীন, এএসাই মোকাদ্দেস হোসেন ও এসআই কায়ছারুল ইসলাম অভিযান পরিচালনাকালে উপজেলার খাজরা ইউনিয়নের মনিপুর গ্রামের রজব আলী ঢালী ছেলে রেজাউল করিম, মিজান ঢালী, ইকরামুল, বড়দল ইউনিয়নের ফকরাবাদ গ্রামের সিরাজুল গাজী ছেলে মুন্না গাজী এবং মধ্যম বড়দল গ্রামের খানজু মোল্যার ছেলে বিল্লাল মোল্যা, কাদাকটি ইউনিয়নের শাহানগর গ্রামের মৃত শাহ গোলাম ইদ্রিস এর ছেলে নান্টু ও মিত্র তেঁতুলিয়া গ্রামের মৃত আলাউদ্দীন ফকির এর ছেলে মন্টু ফকির, শোভনালী ইউনিয়নের বসুখালী গ্রামের মৃত ইয়াকুব্বার গাজীর ছেলে সালাম গাজী, শ্রীউলা ইউনিয়নের আলেক সরদারের ছেলে গফ্ফার সরদার, প্রতাপনগর গ্রামের আব্দুস সালাম এর ছেলে মনিরুজ্জামানকে আটক করেন। আটককৃত সকল আসামীদেরকে বৃহস্পতিবার দুপুরে বিচারার্থে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। সংবাদটি পড়া হয়েছে ২৬৪ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন বঙ্গোপসাগর আলোর কোল দুবলার চরে সাপের দংশনে মৎস্যজীবী এক যুবকের মৃত্যু আশাশুনিতে স্বামী কর্তৃক স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক