রাজগঞ্জে রোপা আমন ধানের নমুনা শস্য কর্তন প্রকাশিত: ১১:১৩ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০২০ | আপডেট: ১১:১৩:অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০২০ রাজগঞ্জে আমন মৌসুমের রোপা আমন ফসলের ব্রিধান-৮৭, ৭৫ ও বিনা- ১৭ জাতের ধানের নমুনা শস্য কর্তন মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে মণিরামপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ওই নমুনা শস্য কর্তন মাঠ দিবস অনুষ্ঠিত হয়। মশ্বিমনগর ইউনিয়নের হাজরাকাটি মাঠের মো. আব্দুল আজিজের ব্রিধান- ৮৭, হাকিমপুর মাঠের মো. হারুন-অর-রশীদের ব্রিধিন- ৭৫ ও চালুয়াহাটি ইউনিয়নের মোবারকপুর মাঠে বিনা- ১৭ ধানের ক্ষেতে আনুষ্ঠানিকভাবে নমুনা শস্য কর্তন করা হয়। এ সময় যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ বিদল চন্দ্র বিশ্বাস, অতিরিক্ত পরিচালক (শস্য) কৃষিবিদ দিপংকর দিস, মণিরামপুর উপজেলা কৃষি অফিসার হীরক কুমার সরকার, উপ-সহকারি কৃষি কর্মকর্তা এসএম মারুফুল হক, মো. হাসানুজ্জামান, এম এ আলতাফ হোসেন, ভগীরথ বিশ্বাসসহ স্থানীয় গন্যমান্য, কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন। কৃষক মো. আব্দুল আজিজ বিশ্বাসের অবাদী জমির ২০ বর্গ মিটার ধান কর্তন শেষে ভেজা অবস্থায় ১১.৮১ কেজি এবং মো. হারুন-অর-রশিদের আবাদী জমির ২০ বর্গ মিটার ধান কর্তন শেষে ভেজা অবস্থায় ১০.৯৪ কেজি ফলন পাওয়া যায়। সংবাদটি পড়া হয়েছে ৪৫১ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন মণিরামপুরে নিয়ন্ত্রণহীন কাভার্ড ভ্যানের ধাক্কায় পিতা-পুত্র, দাদা-নাতিসহ ৫জন নিহত শোককে শক্তিতে রুপান্তরিত করে দেশকে এগিয়ে নিতে হবে: প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য