মানুষের জানমাল ও নিরাপত্তার দায়িত্ব পুলিশের: সিনি: সহ: পুলিশ সুপার ইয়াছিন আলী প্রকাশিত: ১১:৫৯ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০২০ | আপডেট: ১১:৫৯:অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০২০ আশাশুনি উপজেলার বুধহাটা বাজারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র জন্মশত বার্ষিকী উদযাপন ও দৈনিক আজকের সারাদেশ প্রত্রিকার আশাশুনি ব্যুরো অফিস এবং সহ-সম্পাদকের কার্যালয় উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বাজারের সাহিন টাউয়ার এর চতুর্থ তলায় কার্যালয় উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) আলহাজ্ব শেখ ইয়াছিন আলী। এসময় তিনি বলেন, মানুষের জানমাল ও নিরাপত্তার দায়িত্ব পুলিশের। পুলিশ মানুষের সার্বিক নিরাপত্তা দিতে সর্বদা কাজ করে যাচ্ছে। এলাকা থেকে সকল প্রকারের মাদক, জঙ্গি, সন্ত্রাসসহ সকল প্রকারের অন্যায় দুর্নীতি নির্মূলে পুলিশের পাশাপাশি জনগণকেও এগিয়ে আসতে হবে। সিনিয়র সহকারী পুলিশ সুপার শেখ ইয়াছিন আলী এসময় সকল অপরাধীকে সতর্ক করে দিয়ে সমাজ বিরোধী কাজ থেকে বিরত থাকার আহবান জানান। আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম কবির,বুধহাটা ইউপি চেয়ারম্যান আ ব ম মোছাদ্দেক,কুল্যা ইউপি চেয়ারম্যান আব্দুল বাসেত আল হারুন চৌধুরী। বিডিএমএ এর সভাপতি ও জনসেবা ক্লিনিকের স্বত্বাধিকারী ডাঃ সাহিনুর রহমানের পরিচালনায় প্রধান আলোচক ছিলেন, প্রত্রিকাটির প্রধান সম্পাদক গাজী সাজাহান। প্রত্রিকার সহ-সম্পাদক এবং জনসেবা ফার্মেসীর স্বত্বাধিকারী রবিউল আলমের সভাপতিত্বে এসময় সাংবাদিকবৃন্দ ও চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদটি পড়া হয়েছে ২৮৬ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন বঙ্গোপসাগর আলোর কোল দুবলার চরে সাপের দংশনে মৎস্যজীবী এক যুবকের মৃত্যু আশাশুনিতে স্বামী কর্তৃক স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক