আশাশুনিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ই-নতি বিষয়ক কর্মশালার উদ্বোধন 

প্রকাশিত: ১১:১৬ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০২০ | আপডেট: ১১:১৬:অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০২০
আশাশুনিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ই-নতি বিষয়ক দুই দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ বি এম মোস্তাকিম।
 
কর্মশালার উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশের রূপকার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভিশন ২০-২১ ও রূপকল্প ২০৪১ বাস্তবায়নের লক্ষ্যে ই-নতি সেবা অগ্রণী ভূমিকা পালন করবে।ই-নতি সেবার মাধ্যমে একদিকে যেমন সরকারি সকল তথ্য নথিজাত আকারে সংরক্ষণ থাকবে তেমনি অপরদিকে সাধারণ মানুষ যাবতীয় তথ্যের সুবিধা পাবে।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজার সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী। কর্মশালায় উপজেলার সকল কর্মকর্তা,কর্মচারীগণ অংশগ্রহণ করেন।

আপনার মতামত লিখুন :

আব্দুস সামাদ বাচ্চু। সংবাদদাতা। আশাশুনি, সাতক্ষীরা