কালিগঞ্জ থানার ওসি’র মধ্যস্থতায় মুক্তিযোদ্ধা ও আ’লীগ নেতার দীর্ঘদিনের দ্বন্ধের অবসান প্রকাশিত: ১০:৫১ পূর্বাহ্ণ, অক্টোবর ১৩, ২০২০ | আপডেট: ১০:৫১:পূর্বাহ্ণ, অক্টোবর ১৩, ২০২০ সাতক্ষীরার কালিগঞ্জ থানার ওসি’র মধ্যস্থতায় অবশেষে অবসান হলো বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতার দীর্ঘদিনের দ্বন্দ্বের। সোমবার (১২ অক্টোবর) বেলা ১২ টার দিকে কালিগঞ্জ থানা চত্ত্বরে থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেনের উদ্যোগে এ দ্বন্দ্বের অবসান হয়। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের পশ্চিম নারায়নপুর গ্রামের বীরমুক্তিযোদ্ধা আরশাদ আলী মোড়লের সাথে একই গ্রামের আদর আলী মোড়লের ছেলে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হোসেনের আর্থিক লেনদেন নিয়ে বিরোধ চলে আসছিল। পরবর্তীতে বীরমুক্তিযোদ্ধা কালিগঞ্জ থানার অফিসরা ইনচার্জ বরাবর লিখিত আবেদন করেন। এরপর সুষ্ঠ তদন্তের করে শান্তি মিমাংসার মাধ্যমে দীর্ঘদিনের বিরোধের অবসান করেন এবং মুক্তিযোদ্ধার হাতে ৭৫ হাজার টাকা তুলে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কালিগঞ্জ ইউনিটের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হাকিম, বীর মুক্তিযোদ্ধা ওজিহার রহমান, শেখ মোমতেজ উদ্দিন, সিরাজুল ইসলাম, নুরুল ইসলাম, মনসুর আলী গাজী, জহুর আলী, বাহাদুর মোল্লা প্রমুখ। সংবাদটি পড়া হয়েছে ৪২১ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন কালিগঞ্জের কাকশিয়ালী নদী থেকে মরদেহ উদ্ধার কালিগঞ্জে রডবোঝাই ইঞ্জিন ভ্যান উল্টে চালক নিহত