নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ প্রতিরোধে তালায় মানববন্ধন ও প্রতিবাদ সভা প্রকাশিত: ১০:৩৩ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০২০ | আপডেট: ১০:৩৩:অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০২০ “সারাদেশে নারী ও শিশু নির্যাতন,ধর্ষণ প্রতিরোধ কার্যকর রাষ্ট্রীয় ও সমাজিক উদ্যোগ চাই” দাবিতে সাতক্ষীরা জেলার তালা উপজেলা সুরক্ষা,নাগরিক অধিকার ও মর্যাদা (সুনাম) কমিটির মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০ টায় ডাকবাংলো চত্বরের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভায় সভাপতি রিয়াদ হোসেন বাবুর সভাপতিত্বে, ও সহ-সভাপতি এসএম হাসান আলী বাচ্চু,র সঞ্চালনায় বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান মুরর্শিদা পারভীন পাপড়ী, সাংবাদিক এসএম জাহাঙ্গীর হাসান, স্বদেশের পরিচালক মাধব চন্দ্র দত্ত,শারির কো-অডিনেটর বিঞ্চু দাশ, প্রগ্রাম অফিসার শান্তানু কুমার দাশ,সাংবাদিক শেখ আব্দুস সালাম, উপজেলা সুনামের সাধারণ সম্পাদক শেখ ইমরান,যুগ্ন-সম্পাদক শাহানাজ পারভীন, ক্রীড়া সম্পাদক, জহর হাসান সাগর,সিনিয়র সদস্য শেখ ফয়সাল প্রমুখ। অন্যানোর মধ্য কাজী ইমদাদুল বারী জীবন, তামান্না খাতুন,তহমিনা আক্তার,কেয়া,শারমিন আক্তার সুমি,ইকরামুল ইসলাম,মনিরুল ইসলাম,রবিউল,জয়দেব কুমার দাশ,জাকারিয়া সবুজ সহ এলাকার সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা এ সময় নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন ও সিলেটে এমসি কলেজে নববধূকে গণধর্ষণসহ দেশব্যাপী অব্যাহত ধর্ষন ও যৌন নিপীড়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা এ সময় ধর্ষনের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানান। একই সাথে ধর্ষন ও যৌন নিপীড়নে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানান। সংবাদটি পড়া হয়েছে ৩৭৭ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন তালায় একইদিনে ৪জনের বাল্যবিবাহের উপর নিষেধাজ্ঞা আরোপ তালায় আন্তর্জাতিক নারী দিবসে ৩ ব্যক্তিকে সম্মাননা