কেশবপুরে বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ গ্রেফতার ১৫ প্রকাশিত: ৪:৫৩ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০২০ | আপডেট: ৫:৫২:অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০২০ যশোরের কেশবপুর থানা পুলিশ মঙ্গলবার রাতে বিশেষ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামি সহ ১৫ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বুধবার যশোর আদালতে পাঠানো হয়েছে। কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জসিম উদ্দীন বলেন , মঙ্গলবার রাতে থানার পুলিশ ফোর্স নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে সাজাপ্রাপ্ত আসামি উপজেলার আলতাপোল গ্রামের আব্দুর রশিদ মোড়লের স্ত্রী আঞ্জুমানারা বেগম (৪০), কাবিলপুর গ্রামের মৃত প্রফুল্ল দাসের ছেলে আনন্দ দাস (৩৭), ব্যাসডাঙ্গা গ্রামের হযরত আলীর ছেলে হাফিজুর রহমানকে (৩৫), ওয়ারেন্টভুক্ত আসামি কায়েমখোলা গ্রামের দিনবন্ধু হালদারের ছেলে দেবল হালদার (২৭), বালিয়াডাঙ্গা গ্রামের কাওছার মল্লিকের ছেলে বিল্লাল হোসেন মল্লিক (৩১), ব্যাসডাঙ্গা গ্রামের আহমদউল্লাহর ছেলে মহিউস সুন্না (৩০), আলতাপোল গ্রামের হযরত আলীর স্ত্রী মঞ্জুয়ারা বেগম (৩৫), মনোহরপুর গ্রামের নওয়াব আলীর ছেলে হাফিজুর রহমান (৪৮), বসুন্তিয়া গ্রামের ইনসার আলী মোড়লের ছেলে টিটো (২২), বরাতিয়া গ্রামের বিষ্ণুদাসের ছেলে চন্দন দাস (২১), একই গ্রামের নিখিল দাসের ছেলে কৃষ্ণ হালদার (৩১), দেবাল হালদারের ছেলে তমাল হালদার (২২), আলতাপোল গ্রামের হযরত আলীর ছেলে ইমরান (২০) ও নওয়াব আলীর ছেলে হযরত আলী (৫১) এবং মাদক মামলায় খতিয়াখালী গ্রামের মলয় দাসের ছেলে উত্তম দাসকে (৩৫) গ্রেফতার করা হয় । গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিজ্ঞ আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত, খুন, ডাকাতি, ছিনতাই, মাদক মামলায় ওয়ারেন্ট ও থানায় নিয়মিত মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের বুধবার যশোর আদালতে পাঠানো হয়েছে। সংবাদটি পড়া হয়েছে ৩৯৪ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন কেশবপুরে সাবেক ইউপি মেম্বারের আত্মহত্যা কেশবপুরে জমি সংক্রান্ত বিরোধে নারীসহ গুরুতর আহত ৪