চুকনগরে সড়ক দূর্ঘটনায় বাইসাইকেল চালকের মৃত্যু

প্রকাশিত: ৮:১৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২০ | আপডেট: ৮:১৮:অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২০

খুলনার চুকনগরে দুর পাল্লার বাসের ধাক্কায় এক বাইসাইকেল চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় চুকনগর-সাতক্ষীরা মহাসড়কের চুকনগর ভি আই পি ফিলিং ষ্টেশনের সামনে এই দূর্ঘটনাটি ঘটে। মৃত ব্যক্তির নাম মশিয়ার রহমান। তার বাড়ি যশোরের কেশবপুর উপজেলার বাউশলা গ্রামে।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে চুকনগর থেকে বাজার করে বাইসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন মশিয়ার রহমান। তিনি চুকনগর ভি আই পি ফিলিং ষ্টেশনের সামনে পৌঁছুলে সাতক্ষীরা থেকে ছেড়ে চট্টগ্রামগামী সৌদিয়া পরিবনের একটি বাস (চট্ট মেট্রো-ব ১১-১০১৮) বাইসাইকেলটিকে সজোরে ধাক্কা দিলে সাইকেলসহ চালক মশিয়ার ছিটকে পড়ে যান।

এ ঘটনায় বুকে ও মাথায় প্রচন্ড আঘাত পান তিনি। খবর পেয়ে চুকনগর (খর্ণিয়া) হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে তাকে উদ্ধার করে মুমুর্ষ অবস্থায় কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান, সেখানে তার অবস্থার অবনতি হলে রাত ৯ টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মশিয়ার রহমান (৫০) কে মৃত ঘোষণা করেন। নিহত মশিয়ার রহমান কেশবপুর উপজেলার বাউশলা গ্রামের বাসিন্দা। চুকনগর (খর্ণিয়া) হাইওয়ে থানা ইনচার্জ এস আই রেজাউল করিম বলেন, ঘাতক বাসটি কেশবপুর থানা পুলিশ আটক করে এবং সেটি বর্তমানে আমাদের হেফাজতে আছে।


আপনার মতামত লিখুন :

গাজী আব্দুল কুদ্দুস। নিজস্ব প্রতিবেদক। চুকনগর, খুলনা